[কবি মোঃ ফিরোজ হোসেনকে নিবেদিত]


স্বপ্নের সংসার আজ কষ্টের কারাগার...


বেদনার নীল বিষ ঘিরে ধরেছে মগজে ও মননে।
অপার যাতনার তীরবিদ্ধ হৃদয়ে রক্তক্ষরণ
কেউ দেখে না; দেখানো যায় না।


অতৃপ্তি, অপ্রাপ্তির হাহাকার অষ্টপ্রহর
ফেলে যায় হতাশার দীর্ঘশ্বাস...
শ্রাবণ ধরে রাখতে পারে না চোখ;
বুকের নদীতে আচম্বিতে আসে দুঃখের প্লাবন।
অথই পাথারের নিঃসীম দিগন্তে তাকিয়ে
শঙ্খচিলের ডানায় খুঁজি সুখের চাবি...


ঝাউবনের ফাঁকে সন্ধ্যাতারার মিটমিটে
মৌন আলোকরেখায় চোখে ভাসে
দূরে... অতি দূরে অধরা সুখের বাতিঘর...


শৃঙ্খলিত সংসারে প্রবঞ্চক আঁধার কুঠরিই
সংবৃত্ত নিয়তির শেষ আশ্রয়...
১৩-৩-২০১৮