বাড়ির পিছে বাঁশ ঝাড়
লম্বা লম্বা মাথা
ঝুম ঝুম নূপুর বাজায়
চিরল চিরল পাতা।
বাতাস এলে হেলে দুলে
নাচে বার মাস
তারি ভিতর সারা বছর
কানা বগির বাস।
ভাবুক ছেলে সকল ফেলে
ছেড়ে নাওয়া খাওয়া
সকাল সন্ধ‌্যা দেখে বকের
কুলায় আসা যাওয়া।
প্রশ্ন করে বকের কেনো
কঞ্চি-পাতার বাড়ি
ঝড় বাদলে কেমন করে
থাকে বকের সারি।
দুষ্টু ছেলে বকের ছানা
কেন চুরি করে
ছানার মায়ায় মা পাখিটা
কেঁদে কেঁদে মরে।
জলাধার সব শুকিয়ে গেলে
মাছ পাবে সে কোথা
এসব চিন্তায় বাবা আমার
ঘুরে যায়গো মাথা।
সান্ত্বনা দেই, ভাবুক ছেলে
ভাবনা কিসের তরে
খাবার খুঁজতে যাবে তারা
অন‌্য কোথাও দূরে।
এই কারণে প্রভু তাদের
দিছেন ঊড়ার ডানা
দিগ-দিগন্তে ঊড়ে তাদের
সন্ধান করবে খানা।
বকের ছানা চুরি করে
যেসব মন্দ লোক
শুভ বুদ্ধি তাদের ভিতর
শীঘ্র উদয় হোক।
২০-৭-২০১৭