বকের ছানা মেলছে ডানা
খোলা আকাশ পানে
জলের উপর দাঁড়িয়ে মা
পুটি মাছের ধ্যানে।

শিশুকালে পড়েছিলাম
কানা বগীর ছড়া
বন্ধ হয়নি শিকারীদের
কানা বগী ধরা।

দিনে দিনে যাচ্ছে কমে
বন জলাশয়
পাখি ধরা বন্ধ কর
সময় অসময়।

মানবিক হও মানুষ তোমরা
বাঁচাও পরিবেশ
সবাই মিলে এসো গড়ি
সবুজ বাংলাদেশ।
২০-১২-২০১৭