বাংলা কবিতা ডট কম যে সৌখিন কবিদের ভালোবাসার মেলবন্ধন তা আবারও প্রমাণ করলেন আসরের শক্তিমান কবি জাহিদ হোসেন রনজু তার লিখিত কবিতা “বাংলা-কবিতা ডট কমের কবি-বন্ধু” দিয়ে। এটা সত্যি এক বিরল ভালোবাসার নিদর্শন। হার্দিক ভালোবাসার টান না থাকলে মূল্যবান সময় ব্যয় করে মেধা খাটিয়ে প্রত্যেকের নামের সাথে ছন্দ মিল রেখে বিশাল এক কবিতা প্রকাশ কখনও সম্ভব হতো না। তাঁর এহেন প্রচেষ্টা সত্যি প্রশংসার যোগ্য। কবির এ অভিনব প্রচষ্টাকে সাধুবাদ জানিয়ে আমার ক্ষুদ্র উপহারটুকু নিবেদন করলাম।


ধন্য, একটি কবিতার জন্য


কবি) জাহিদ হোসেন রনজু লেখেন মন্দ নয়
সবার হৃদয় কাড়েন তিনি পদ্যে ছন্দময়।


সবার নামে পদ্য লিখে করেন ঋণাবদ্ধ
কবির কবি নিজের জাতটা চিনিয়েছেন অদ্য।


নিজের নামটা কাব্যে দেখে লাগল খুশি মনে
বুঝিনি তো কবে আমি গেলাম কবি বনে।


কবি আপনার উদারতায় ধন্য আজি হলাম
নিঃস্ব আমি দিলাম আপনায় হাজার প্রীতি সালাম।


কবি রনজুর ভালোবাসা ধারণ করে মনে
জাগল আশা হৃদয় কোণে থাকতে সবার সনে।


জানি আমি কাব্য লেখায় সিদ্ধ হস্ত নই
তবু আশা ভালোবাসায় সবার পাশে রই।
৩-৬-২০১৮


ধন্যবাদ সকল কবি বন্ধুদের।