ঘন ঘোর আঁধার রাতের শেষে
তমসার চাদর ঝেড়ে ফেলে ভোরের রঙ
উঁকি দেয় জানালায়। শরতের হাত ধরে
শেফালীরা ফিরে আসে উঠানে।
শিশিরের শব্দে স্নিগ্ধ ভোর আসে ফিরে সবুজ ঘাসে।
বিহঙ্গদল নীড় ছেড়ে ঊড়ে যায় দূর হতে দূরে
জীবিকার সন্ধানে। আবার ফিরে আসে
সাঁঝের রঙ ডানায় মেখে আপন কুলায়।
হাঁসের হলুদ পায়ে ঘুঙ্গুরের শব্দ ফিরে আসে
মুখরিত হয় নিস্তব্ধ বিকেলের বাতাস।
আকাশের বুকে ভেসে মেঘেরাও চলে যায় দূরে;
আবার ফিরে আসে রিনিঝিনি বৃষ্টির ঝংকারে।
দৃষ্টির ওপার হতে ফেনিল ঢেউয়েরা আসে
সাগরের বুকে ভেসে। নোনা বালির তীর ঘেঁসে
বয়ে যায়। পরম মমতায় চুমো খায়
ঝিনুক কুড়ানী মেয়ের তুলতুলে পায়।
অস্থির জলের স্বর বারে বারে আসে ফিরে
গাঙ চিলের শুভ্র ডানায়।


এমনি করে যে যার মতো চলে যায়।
আবার ফিরে আসে সময়ের ব্যবধানে।
দূর হতে দূরে-
অসীম শূন্যতার কাঁধে ভর করে
আমার দৃষ্টি যাকে খুঁজে ফিরে
সে আর ফিরে আসে না।
আমি ভোরের উঠানে শেফালীর কান্না দেখি
আর্দ্র চোখে। কেবল দেখি না এই শূন্য বুকে
ফিরে এসেছে আমার প্রাণের মৌমিতা...
২০-৮-২০১৭