চুলের বেনী আলগা করে
ফুলকুমারী চলে
অবাক চোখে চেয়ে থাকি
আকাশ দেখার ছলে।
ঘন কালো মেঘের মতো
ফুলকুমারীর চুল
হরিণ কালো চোখ দুটি তার
সর্বনাশের মূল।
বাঁকা চোখের দৃষ্টি দিয়ে
বিদ্ধ করে বুক
কোন সে ছলে কেড়ে নিলো
আমার মনের সুখ।
ভাল্লাগে না কিছুই আমার
ফুলকুমারী ছাড়া
তার প্রেমেতে পাগল আমি
বাউল আত্ম-হারা।
কাছে আস ফুলকুমারী
আর ভেবো না পর।
মনে আশা তোমায় নিয়ে
বাঁধবো সুখের ঘর।
৪-৭-২০১৮