বকের সাথে বক উড়ে যায়
কাকের সাথে কাক
এক শিয়ালের হুক্কা শোনে
আরেক শিয়াল দেয় হাঁক।
বুঝতে চায় না বেকুব শিয়াল
ব্যাপারখানা কী
না বুঝেই এক ইতর শিয়াল
আগুনে দেয় ঘি।
চোর তো চলে চোরের সাথে
সাধুর সাথে সাধু
গরম ভাতে বিড়াল বেজার
বলেন মদন দাদু।
ব্যঙ্গ করে অসভ্যরা
ডাকে তারে মদনা
জ্ঞানপাপীদের সম্বল-ই তো
লোটা কম্বল বদনা।
৯-৭-২০১৮