আবিসিনিয়ার
অহঙ্কারী রাজা
আবরাহা। বানালো এক
সুরম্য গীর্জা কাবার প্রতিদ্বন্দ্বী;
লোকেরা যাতে সমবেত হয় উসবে
কাবাঘরের পরিবর্তে আবরাহার সেই নতুন গীর্জায়।


জনৈক
আরব এতে
করে বেরসিক বর্জ্যত্যাগ।
অতঃপর দৈবাত আগুনে পোড়ে
ভষ্মীভূত হলো শখের সেই প্রার্থনাগৃহ।
ক্রুদ্ধ আবরাহা ধ্বংস করতে ছুটে কাবাঘর।


যখন
আবরাহা বাহিনী
ওয়াদিয়ে মুহাসসারাত পৌঁছে
তখন বিশাল হস্তিবাহিনীর দিকে
ঊড়ে আসে ঝাঁকে ঝাঁকে আবাবিল;
অদ্ভুতরকম শব্দে, পায়ে ও ঠোঁটে কঙ্কর...


অন্ধকারময়
তুমুল প্রস্তরবৃষ্টি
নাকাল আবরাহা বাহিনী।
সদলবলে পরিণত হয় পলকে
পশুর চিবানো ভূষিতে। আর এভাবেই
আল্লাহ ব্যর্থ করে দেন চক্রান্তকারীর চক্রান্ত।
২৬-৩-২০১৮
[সূরা ফিল-এর শানেনুযুল থেকে]