হেমন্ত যে যাচ্ছে চলে কবি
বড্ড অভিমানী বুকে।
নবান্নের পিঠা পুলি
খাওয়াবে না তাকে?


ফিরাবে না তাকে তুমি
আদর করে ডেকে?
শীতের বুড়ি এল এল
কোন সে দূরের থেকে।


হাজার ডেকেও পারবে না
জানি ধরে রাখতে তাকে,
এসো) সবাই মিলে বিদায় জানাই
অভিমানী হেমন্তকে।


এসো তবে স্মৃতিময় করি
হেমন্তের একটি দিন
একটু হলেও সান্ত্বনা পাবে
মিটালে তার ঋণ।


এসো সবাই এক সাথে গাই
হেমন্তের সেই গান
যেই গান শুনে ভরে যাবে
হেমন্তের) বিরহী প্রাণ।
২১-১১-২০১৭