আমি
হৃদয়ের ফেরিঅলা
আশাহত বিদগ্ধ হৃদয়
চিতার আগুনে জ্বলছে আজীবন
জ্বলে পোড়ে হয়েছে খাঁটি সোনা;
নিবে কি তোমার অর্ধেক হৃদয়ের বিনিময়ে?
আমার
হৃদয় মন্দিরে
সাজাবে কি তোমার
সকাল সাঁঝে পূজার নৈবেদ্য?
পুষ্পমাল্যে করবে কি বরণ তুমি
প্রেম প্রশান্তির বারি তাপিত হৃদয়ে ঢেলে?
যে
হৃদয় থেকে
অবিরাম ধারায় ঝরে
সোহাগ অনুরাগ প্রেম ভালোবাসা;
যে হৃদয় বন্দরে প্রবেশেনি কেহ
সে হৃদয়ে কি ফেলবে ভালোবাসার নোঙর?
হৃদয়
লাগবে নাকি
অর্ধেক আছে বাকি,
বাকি অর্ধেক তোমাতে মিলে
পাবে পূর্ণতা; অপূর্ণতা হবে দূর
হৃদয় নিবে হৃদয়; যেথায় ভালোবাসা ভরপুর?
৩০-১-২০১৭