এ সংসারে কেউ নয় কারো প্রিয়জন
যার যত প্রয়োজন সে তত আপন।
স্বামীর জন্য স্ত্রী প্রয়োজন, স্ত্রীর জন্য স্বামী
সবার কাছে মনের চেয়ে ধনই বেশি দামী।
পিতা মাতার সন্তান প্রয়োজন বংশ রক্ষার তরে
সন্তানের প্রয়োজন পিতা মাতা গড়বে যতন করে।
ভাই বলো বন্ধু বলো কেউ আপন নয়
কেউ থাকে না পাশে কারো বিপদের সময়।
আপন আপন করি যারে সে তো নয় আপন
সবাই একদিন পর হয়ে যায় ফুরালে প্রয়োজন।
স্ত্রী খুশি ভাত কাপড়ে, বন্ধু টাকার জোরে
আয় রোজগার না করলে শান্তি রয় না ঘরে।
প্রেম বলো অর্থ বলো যার কাছে পাই বেশি
অন্য থেকে তাকেই মোরা বেশি ভালোবাসি।
চাওয়ার সাথে পাওয়ার পাল্লা যেখানটাতে ভার
তার স্তুতিতে মুখে ফেনা অতি কদর তার।
৬-১২-২০১৭