ভীষণ করুণ ক্ষীপ্ত তরুণ রাগের মাথায় বলে-
“সব পোড়ায়ে ছাই করে দেই, ক্ষোভের রোষানলে।
ছাইয়ের ভিতর আবার যদি, সোনার খনি পাই
গড়বো এ দেশ নতুন করে, চোরের দরকার নাই।”
ক্ষুব্ধ তরুণ বলছে ক্ষেপে-“হচ্ছে এ কী দেশে
ব্যাংক থেকে রিজার্ভ গেছে, সোনাও গেছে শেষে!”
সান্ত্বনা দেই-সবর কর, আর কিছুদিন যাক
দেশদ্রোহীদের বিচার একদিন, করবেন আল্লাপাক।
সোনা খোঁজো সোনার ছেলে, দেশ করো না ছাই
দেশের সোনা থাক বা না থাক, সোনার ছেলে চাই।
তোমরাই তো ভাই খাঁটি সোনা, দেশমাতারই রক্ষক
তোমাদেরকে ক্যামনে খাবে, দেশের শত্রু ভক্ষক।
তোমরা যদি জেগে থাকো, সোনার ছেলের দল
চোর-বাটপার আর পার পাবে না, করেও হাজার ছল।
জবাব তাদের দিতেই হবে, আসবে যখন দিন
পাপের ভারে বাজছে দেখো, তাদের প্রলয় বীণ।
দিনে দিনে বাড়ছে দেনা, শোধ নেবো যে তার
অন্যায় করে কোনো শালাই, আর পাবে না পার।
মটকাবো ঘাড়, ছিড়ে খাবো গাত্র মাংস লহু
সইবো না আর দেশের ক্ষতি- সয়েছি তো বহু।
২৩-০৭-২০১৮