যখন তোর পানে চেয়ে থেকে
ক্লান্তি আসে চোখে
মনে হয় ঝুপ করে ডুব দেই
তোর কোমল বুকে।
লেপ-কাঁথাহীন দেই দীর্ঘ এক ঘুম
পাখির ডানার ভেতর ছানারা
যেমন নেয় উষ্ণতার উম।
অথবা
পাঁজরে পাঁজর ঘসে
রক্তে আগুন জ্বেলে করি
আদিম উল্লাস,
তোর ঠোঁট থেকে লুটেরার মতো
শুষে নেই সব নিঃশ্বাস।
আবার হয়ে ওঠি সবুজ সতেজ
আবার হারাই তোর চোখের গভীরে;
আবার ক্লান্ত হয়ে ফিরি
তোরই সুখের নীড়ে।


১২-৯-২০১৭