ফুলের ভুল


জীবনের সব রঙ রস রূপ সুধা ঢেলে
বলো তুমি তার কী দাম পেলে।
ছুড়ে ফেলে তোমার প্রয়োজন শেষ হলে
অবলীলায় চলে যায় পায়ের তলায় দলে।
ফুল হয়ে ফুটাই ছিলো তোমার ভুল
তোমাকে শোষণ করে মৌটুসী বুলবুল।
..........................................


ব্যাঘ্রকণ্ঠ


বঙ্গবন্ধুকে চোখে দেখি নাই
তবে এখনও তাঁর ব্যাঘ্রকণ্ঠের
গর্জন শুনতে পাই।
২৪-০১-২০১৮