নিন্দুক সে তো নিন্দুক


নিন্দুকেরা যখন কোনো ভালো কাজের
নিন্দা করার মতো কিছু খুঁজে পায় না
তখনও বলে-“অত ভালো ভালো না।”
নিন্দুক, সে তো নিন্দুক স্বভাবে তার
এহেন নিন্দুকের কথায় কেউ কান দিও না আর।
.........................................................


সুখ সবার দরজাতেই যায়


সুখ সবার দরজাতেই যায়
কড়া নেড়ে ঘরে ঢুকতে চায়।
সময় মতো দরজার আগল
যদি খুলে দেয়া না যায় তখন
সুখপাখি বিমুখ হয়ে ফিরে যায়।
একারণেই কেউ সুখ পায় আর
কেউ বা অবহেলায় হারায়।
২৬-০১-২০১৮