বিবর্ণ চোখে


পাতা ঝরার মর্মর শব্দ কি শুনতে পাও কবি
জীবনের একালে এসে চোখে ভাসে সেকালের ছবি।
মরা পাতার মতোই শরীর থেকে খসে যাচ্ছে রঙের পালক
বিবর্ণ চোখে শুধু চেয়ে চেয়ে দেখছি অপলক।
...................................................


অন্তর্দৃষ্টি


সাগরের গর্জন শুনি
শুনি না তার ক্রন্দন
রূপ দেখেই বলি কেবল
আহা! কী দৃষ্টি নন্দন।
ভিতরের রূপ দেখতে
অন্তর্দৃষ্টি থাকা প্রয়োজন।
২৬-০১-২০১৮