মনের কথা বলবো বলে
কলম ধরেছি হাতে
যে যা বলে বলুক না ভাই
কি আসে যায় তাতে।
আপন মনে লিখে যাবো
মনের গোপন ব্যথা
থাকবে এসব স্মৃতির পাতায়
হয়ে কাব্য-কথা।
কাব্য-কথায় রইবো বেঁচে
যদিও না বাঁচি
মরেও যেন হইগো অমর
এটাই) বিধাতার কাছে যাঁচি।
২৫-৯-২০১৭


(কবি আফরিনা নাজনীন মিলিকে নিবেদিত)