কামিনীর খোলা বুকে মুখ রাখে নিশিকবি;
পান করে আকন্ঠ অমীয় সুধা।
মেঘের আড়ালে মুখ ঢাকে- লাজুক রূপালী চাঁদ;
কামনার জলে ভিজে স্বর্ণকেশী কামার্ত কামিনী-
শ্রাবণ ধারায় স্নিগ্ধতার জলে সারে সূচিস্নান।
কদমের চোখে ঝরে বিরহী শ্রাবণের ফোঁটা জল-
কিছুতেই কদমের সে কান্নার হয় না যে অবসান।

কদমের চোখে বেদনাশ্রু-কামিনীর ঘ্রাণ বাতাসের হাতে
একা জেগে থাকি- আমি এক নিশিকবি
শুভ্র কামিনীর বুক ছুঁয়ে ছুঁয়ে সেই হারানো কবিতার
কথা ভাবি-যে আসবে বলে আর সে আসেনি।
১৯-৭-২০১৮
ছন্দ: অক্ষরবৃত্ত