‘আলেম’ ইলম আরবি শব্দজাত,
যার অর্থ জ্ঞানী।
তবে সবাই যা জানি, শব্দটির দাবীদার
সমাজের বিশেষ একটা শ্রেণি।
সেই শ্রেণি ছাড়া বাকিরা যতই
হোক না বিদ্বান
তাদেরকে তারা আলেম মানতে
নারাজ তো বটেই, কদাচিত
কেউ দাবী করলেই হারায় হুশ জ্ঞান।
প্রশ্ন জাগে- কেন?
বন্ধ কি হবে যাবে জলসার নামে জল-চা;
নাকি বেদখল হয়ে যাবে টঙ্গীর
তাবলিগের মাঠ; মসজিদের চৌকাঠ?
এত প্রশ্ন কেন জাগে;
নাস্তিক মুর্তাদ ঘোষিত
হবো না তো তাদের বিরাগে?
তাদের আক্রোশে পুড়বে কি কপাল;
ডাক্তার জাকির নায়েককে যারা বলে
ইহুদিদের দালাল;
বিদ্বান হয়নি বলে
বিশেষ জায়গায় বিশেষ কায়দায়
বিশেষ লেবাসে?
কেন এত প্রশ্ন জাগে মনে?
তারচে বরং সে-ই ভালো
সবার মতোই স্বার্থের কলা খাই
গোপনে গোপনে।
২৬-২-২০১৯