বিলাপ তো অনেক করেছো
লাশের দুর্গন্ধে বাতাস হয়েছে ভার
পেয়েছো কি প্রতিকার?

নিষ্ফল বিলাপ করে লাভ নেই আর
লাভ নেই চোখের পানিতে ভেসে
সময় এখন সমস্বরে জেগে ওঠার।

এখনি সময় ধর্ষকের অশক্ত গর্দান
ভেঙে দেবার, সর্বোত অন্যায়ের
উচ্ছিষ্টময় শরীরে দ্রোহের আগুন জ্বালাবার।

চেতনার বারুদে আগুন ধরাও
জ্বেলে দাও ধ্বংসের দাবানল
পাপিষ্ঠের অন্দর মহলে।

মাটি হয়ে থেকো না
মাটির নীরব ত্রন্দন কেউ শোনে না; বুঝে না
তার বুকের গহীনে শবদেহগুলো
ধরে রাখা কতটা যে ভার
কতটা করুণ হয়ে বাজে মা বোনের
হৃদয়ের সকরুণ হাহাকার!

এসো সমস্বরে ভাঙি নিস্তব্ধতার
পাথুরে পাঁচিল, সময় থাকতে ভাঙি
ভুজঙ্গের বিষদাঁত।
যদি তা না পারো করজোড়ে বলো-
ক্ষমা করো তনু, ক্ষমা করো নুসরাত!
১০-৪-২০১৯