পুড়ছে ধরা খরার তাপে
চারদিক করছে খাঁখাঁ
রোদের তেজে অতিষ্ঠ প্রাণ
যায় না ঘরে থাকা।

গরমে তাই শরম ভুলে
গায়ের জামা খুলে
পথের ধারে জিরোয় মানুষ
ঘুমের ঘোরে ঢুলে।

নাইকো বাতাস করে হাঁসফাঁস
প্রাণটা বুঝি গেলো
ঈশান কোণে মেঘ দেখে ভয়
এই বুঝি ঝড় এলো।

কুকুরগুলো ধুকছে বসে
লালা ঝরছে জিভে
মহিষগুলো কাটছে সাঁতার
কাঁদা জলে ডুবে।

অলস দুপুর শুকনো পুকুর
জল নাই তাতে মোটে
গ্রাম্য বালা হাতে  থালা
কলের তলে জুটে।

তৃষ্ণা কাতর ঘামছে গতর
গায়ে নাহি পায় বল
ক্লান্ত পথিক শুধায় মোরে
দিবে ভাই এক গ্লাস জল?

ফেটে চৌচির মাটি পৃথ্থির
মুটে পায় না কাজ
জমির ফসল পুড়ে ছারখার
চাষীর মাথায় বাজ।

প্রকৃতি আজ ভীষণ ক্ষেপা
মানুষের হয় না হুশ
বৃক্ষ লাগাও পৃথ্থি বাঁচাও
ওহে লোভী মানুষ।
৫ জুন ২০১৬