[অত্যন্ত প্রিয় কবি ও শ্রদ্ধেয় শিক্ষক খলিলুর রহমান স্যারকে নিবেদিত]


কত যে জাত
পেটে নেই ভাত
তবু করে জাতের বড়াই
কড়ি নেই নুড়ি ভরে
কাঠি দিয়ে নাড়ে কড়াই।
জাতের নামে বজ্জাতি শুধু
যদি থাকে কারো কড়ি
জাত বেজাতের বিভেদ ভুলে
চাড়ালকেও বুকে জড়িয়ে ধরি।
কড়ির কাছে জাতের বাহাদুরি
নিলামে বেচে মির্জা চৌধুরী।
ঠাকুর দত্ত ঘোষ
কড়িতে মানে পোষ
কড়ির কাছে জাতের বড়াই তুচ্ছ
কড়ির জোরে এক জাত “মানুষ”।


১৮-১০-২০১৭