১। শুধু একবার হৃদয় দিয়ে অনুভব করো আমাকে
আমি সারা জীবন বহন করবো তোমার অস্তিত্বকে।
২। যন্ত্রণাদগ্ধ জীবন থেকে কেউ আলো ছড়ায়
কেউ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়।
৩। প্রকৃতির রঙ আর রূপে কত না ধরন
আমি দেখি তাতে বিধাতার বিচরণ।
৪। ভুবন ভোলানো রূপের থেকে
পোড়া হৃদয় ধূপের গন্ধ
বেশি করে আমাকে মোহান্ধ।
৫। প্রভুর কাছে কিছুই চাওয়ার নেই আর
প্রভুই ভালো জানে আমার কী দরকার।
৬। মানুষ সৃষ্টি করে কবিতা
কবিতা সৃষ্টি করে কবি
যার নাম সংস্কৃতিবান মানুষ।
৭। বৃক্ষ নিধন করতো না কেউ
রুষ্ট হয়ে কষ্ট দিলে প্রভু অন্তর্যামী
বুঝতো সবাই এক মিনিটের অক্সিজেন
কত বেশি দামী।
৮। নীলাঞ্জনা, তুমি ভুলে গেছো তাই
বিরহী আত্মাটা, পুড়ে হলো ছাই।
৯। দুঃখ আমার শীতলপাটি বক্ষপেতে শুই
দুঃখের সাথে নিত্য হাঁটি এককে করি দুই।