[কবি মোঃ ফিরোজ হোসেনের করকমলে নিবেদিত]

সুনীতির মুখ চেপে ধরেছে ক্লোরোফর্ম মাখা
রুমাল; ক্লোরোফর্মময় বাতাসে অর্ধচেতন
গণতন্ত্র প্রাণপণ লড়ে বাঁচার চেষ্টায়। দুর্নীতিবাজ
সুরক্ষিত অপচনশীল পলিথিনের আবরণে।

নৈতিক মূল্যবোধ ও ক্লোরোফর্মের বোতলে বন্দি,
মনুষ্যত্বের নাকেও লেগেছে ক্লোরোফর্মের ঘ্রাণ
স্থবির জীবন যেন ডোমঘরের অচেতন লাশ।
কতশত জীবনের ক্ষয় পাথর চোখে ভাসে
তবুও বিভীষিকাময় মৃত্যুভয়, ত্রাস হৃদয়ে
বাসা বাঁধে, জীবনকে করে উপহাস।

মগজের কোষে ক্লোরোফর্মের পলেস্তারা
পারে না ঠেকাতে সুকুমার ভাবনার অকাল পচন।
পচন ধরে মেধা ও মননে, রাজনীতির দেহেও পচন;
দুর্গন্ধে দুধের শিশুরাও নাক চেপে হাঁটে।

সাগর-রুনি আর তনুদের দেহ হয় বার বার
ব্যবচ্ছেদ; মরেও মৃত্যুর যন্ত্রণা থেকে মিলে না অবকাশ;
এ যেন মৃত্যুর ওপারে আরেক মৃত্যুর আস্বাদন।

ঘুরেফিরে জীবন বাসা বাঁধে বিধ্বস্ত নগরের
জীর্ণ কুটিরে। মাঝখানে পড়ে থাকে কিছু
রক্তাক্ত ক্ষতচিহ্ন সবুজ ঘাসের ডগায়,
বইয়ের মলাটে, আর সাদা ইউনিফর্মে।
(৭-৮-২০১৮)