আসমান জমিন করল সৃজন
দমের মালিক যে মহাজন
তারে কেন চিনলি না মন
রইলি রে তুই বেভুলা। বেভুলা... বেভুলা...।
দমে দমে বলো রে মন
নাই মাবুদ এক আল্লাহ ছাড়া। নাই মাবুদ এক আল্লাহ ছাড়া।
“হাস্বি রাব্বি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।”


তোমার কাছে যে এসেছে, হেদায়েতের নূর
তোমার মনের অন্ধকার সে, করে দিতে দূর।
তিনি খোদার প্রিয় হবীব, তিনি খোদার প্রিয় হবীব,
মুহাম্মাদুর রাসূলাল্লাহ।
“হাস্বি রাব্বি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।”


যাহার নূরের রৌশনীতে, ধরা ঝলমল করে
পুলসেরাতের কাণ্ডারি সে, চিনলি না মন তারে।
তার দেখানো পথে চল মন
হসনে রে তুই পথ ভুলা। পথ ভুলা...পথ ভুলা...
“হাস্বি রাব্বি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।”


সালাত কেরাত পড়ো রে মন, দুরুদ নবীর শানে
আল্লাহ নামে কর জিকির, ভক্তি ভরা প্রাণে।
রহমত বরকত নাজাত ক্ষমার
মালিক শুধু এক আল্লাহ। মালিক শুধু এক আল্লাহ...
“হাস্বি রাব্বি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।”
.......................
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলাল্লাহ।
১৬-১১-২০১৭
ছন্দ:স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১-৩ মাত্রা।
গানের শ্রেণি:ভক্তিমূলক গান।