উচিত কথা শুনলে ভাইরে
     গায়ে আসে জ্বর
উচিত গালে অনুচিত দেয়
    সজোরে থাপ্পর।


সত্য কথায় ভাত মেলে না
   অসত্যের হয় জয়
দিনে দিনে দেখি হচ্ছে
   নৈতিকতার ক্ষয়।


বিশ্বাসের বাপ মরে গেছে
  সামনে আঁধার রাত
সমাজটাকে খাচ্ছে গিয়ে
   অবিশ্বাসীর জাত।


নীতিহীনের ইতিকথা
যায় না এখন লিখা
কেমন করে জ্বালব আমি
নীতির প্রদীপ শিখা!
২৮-২-২০১৮