তোর কারণেই নিঃস্ব আমি, মস্ত ধনী তুই
হাজার ছলে মিথ্যা বলে, এক কে করিস দুই।
পালঙ্কেতে ঘুমিয়েও আজ, কলঙ্কিনী তুই
নিষ্কলঙ্ক জীবন আমার, মাটির প’রেই শুই।
পরের ধনে বিলাসিতা, শান্তি না পাস মনে
নিত্য জ্বলে চিত্ত রে তোর, বসত দুঃখের সনে।
বুকের খাঁচা ভেঙে যেদিন, সোনার খাঁচায় গেলি
দেখিসনি তুই বন্দি জীবন, বন্ধ দু’চোখ মেলি।
লোভী রে তুই সোনার খাঁচায়, ছটফটিয়ে মর
স্বাধীন আমি সুখের রাজ্য, আমার কুঁড়েঘর।
ধনেতে নয় মনের সুখে, যে জন সুখী হয়
সত্যিকারের সুখী সে জন, সর্বলোকে কয়।
২-৯-২০১৮