গাছ কেটে ন‌্যাড়া করে
মাটি কেটে ট‌্যারা করে
পাহাড়ের ঢালে গড়ো ঘরবাড়ি।
পাহাড় কেঁদে কয়
দু’চোখে বারি বয়
তোমাদের অনাচার সইতে না পারি।
বর্ষার জলে ভেসে
আমি যদি যাই ধসে
প্রকৃতিরে দাও কেন দোষ?
পাহাড়ের গায়ে
দাও ফিরায়ে
সবুজ বনানী ওহে লোভী মানুষ।
লোভে পাপ
পাপে মৃত‌্যু
গিয়েছ তোমরা বেমালুম ভুলে
সবুজ পাহাড়
করো না উজাড়
যেন প্রকৃতির নিয়মে প্রকৃতি চলে।
শোন পাহাড়ের কান্না
ডেকো না বন‌্যা
যথা তথা দিও না বাঁধ।
প্রকৃতি ক্ষেপালে
দুখ আছে ভালে
মিটে যাবে পাহাড়ে বাসের সাধ।
৩-৭-২০১৭