(আরম্ভ করিলাম পবিত্র নামে যিনি মেহেরবান
দয়াময় আল্লাহ তিনি রহিম রহমান)

দেখেছ কি তুমি এমন লোককে
প্রতিদান দিবসকে যে অস্বীকার করে
সেতো ঐ লোক যে তাড়ায়
ইয়াতিমকে ধাক্কা মেরে,
মিসকিনকে যে  না দেয় খাদ‌্য উৎসাহ ভরে।

তাদের ভাগ‌্যে রয়েছে জেনো দুর্ভোগ
নিজ সালাতে যার নাই মনোযোগ
কেবল লোক দেখানোর জন‌্য তা পড়ে;
আর গৃহস্থালীর প্রয়োজনীয় ব‌্যবহার্য সামগ্রী
ধার দিতে অস্বীকার যে করে।

১১-৯-২০১৬