কবিতা আমাকে হাসায় কাঁদায়
আবার দেয় আনন্দ অপার
কবিতা আমার দু’চোখের স্বপ্ন
কবিতা আমার সঙ্গী বাঁচা-মরার।

কবিতাকে আমি ভালোবাসি তাই
কবিতাই আমার সুখ, দুখ
কবিতার মাঝে খুঁজে ফিরি আমি
আমার বাংলা মায়ের মুখ।

কবিতা আমার নিখাদ ভালোবাসা
কবিতা আমার আশা, দুরাশা
কবিতাই আমাকে শিখিয়েছে জানি
প্রাণের বাংলা ভাষা।

কবিতা আমার হৃদয়ের ভাবনা
কবিতা আমার খেলার মাঠ
কবিতার হাত ধরেই চিনেছি আমি
সবুজ এই বাংলার পথ-ঘাট।

কবিতায় আমার কবি পরিচয়
কাবিতা এনেছে যশ, সুখ‌্যাতি,
কবিতায় আমি হাসি কাঁদি
আবার আনন্দ উল্লাসে মাতি।

কবিতা আমার প্রাণ, মান, আদর, কদর
কবিতা আমার স্নেহের পরশ, মাতৃসম,
আমার হৃদয়ে চির জাগ্রত থেকো কবিতা
তোমাকে জানাই হাজার নমো।

২৯-৯-২০১৬

(কবিতা নিয়ে ভাবনার দুয়ার খুলে দেয়ার জন‌্য কবি মোহাম্মদ কামরুল ইসলামকে ধন‌্যবাদ)