আমার চোখের নদী শুকিয়ে গেছে
সেথায় ওঠে না আর ঢেউ,
তৃষ্ণায় আমার বুক ফেটে যায়
দেখলো না তো কেউ।


যেই পাখিটা বুকের মধ‌্যে
রেখেছিলাম পোষে,
সেই পাখিটা উড়াল দিল
কি জানি কি দোষে।


যাইবার কালে সে যে আমায়
করে গেছে নিঃস্ব,
এখন আমি উদাস পথিক
ঘুরে বেড়াই বিশ্ব।


প্রেমের পাখি দিলো ফাঁকি
মানলো না তো পোষ,
স্বার্থের কাছে হার মেনে সে
দিলো আমায় দোষ।


বুকের ভিতর শোকের পাথর
দেখে না তো কেউ,
আমার চোখের নদী শুকিয়ে গেছে
সেথায় ওঠে না আর ঢেউ।


আমার চোখের নদী শুকিয়ে গেছে
সেথায় ওঠে না আর ঢেউ,
তৃষ্ণায় আমার বুক ফেটে যায়
দেখলো না তো কেউ।


২৭-৯-২০১৬