তুমিতো ছিলে নরম কাঁদামাটি
যা দিয়ে যেতো ইচ্ছেমতো প্রতিমা গড়া;
কে তোমায় এমন পোড়ালো
শক্ত কঠিন ইট হয়ে গেলে ভাটায় পোড়া?


তুমিতো ছিলে আলোর পিদিম
অন্ধকারের বুকে দিতে আলো জ্বেলে;
কে তোমাকে ফুৎকারে নিভালো
অমাবশ‌্যার আঁধারে নিজেই হারিয়ে গেলে?


তুমিতো ছিলে রঙিন ফুল সুবাস মাখা;
তোমার শরীরে প্রজাপতি নিত‌্য খেলায়রত
মধু খেয়ে হরষিত হৃদয়ে মেলত পাখা;
কে তোমাকে এমন করে করলো বৃন্তচ‌্যুত
পাঁপড়ি ঝরা বাসী ফুল তুমি আজ ফুলদানিতে রাখা?


কার সাথে জীবন বদল করে তুমি
হতে চেয়েছিলে চির সুখী;
কার মায়া জালে নিজেকে জড়িয়ে
আজ তুমি নিঃসঙ্গ, একা, চিরদুখী?


তুমি নারী, তোমার জীবনতো এমনই
প্রতিনিয়ত তোমাকে বদলাতে হয়;
বদলে যাও বদলে দাও ইচ্ছেমতো
তবে কারো হাতের পুতুল হয়ে নয়।


২৫-১০-২০১৬