শহর ছেড়ে আস যদি আমার ছোট্ট গাঁয়ে
পথের ধূলা খাইবে চুমো তোমার কোমল পায়ে।

সবুজ ঘাসের পাপসগুলো মুছবে পায়ের ধূলা
খোলা মাঠে খেলা করে কাটবে সারা বেলা।

দুপুর রোদে ক্লান্ত দেহে বসবে গাছের তলে
গাছের শাখা করবে বাতাস দখিন হাওয়ায় দুলে।

গাছের ছায়া শীতল হাওয়ায় জুড়িয়ে যাবে প্রাণ
শুঁকবে তুমি ফুলের সুবাস নতুন ধানের ঘ্রাণ।

কোকিল তোমায় গান শোনাবে কুহুকুহু রবে
পাখ পাখালী ঘুম ভাঙাবে মধুর কলরবে।

সারি সারি বৃক্ষরাজি শাল পিয়ালের বন
বাংলা মায়ের শ্যামল শোভা ভরিয়ে দিবে মন।

ধানের ক্ষেতে বাতাস যেমন ঢেউ খেলিয়া চলে
আনন্দেতে মনটি তোমার উঠবে তেমন দুলে।

নদীর জলে ভাসতে পারো ডিঙি নৌকা চড়ে
অনেক মজা পাইতে পারো বরশিতে মাছ ধরে।

রঙবেরঙের পাল তোলা নাও দেখবে দূরে চাইয়া
গঞ্জের হাটে যাচ্ছে তারা ভাটিয়ালি গাইয়া।

সারি সারি পাহাড় দেখবে সীমান্তের ওই পারে
মেঘগুলো সব যাচ্ছে ঊড়ে হাওয়ার জাহাজ চড়ে।

বাংলা মায়ের এমন শোভা দেখতে যদি চাও
শহর ছেড়ে গাঁয়ের পথে এখনই পা বাড়াও ।