তুমি যখন কাছে আস
হৃদয়ের খুব কাছে,
সুখে আমি আত্মহারা
আনন্দে মোর মন নাচে।

তোমার ছোঁয়ায় কানায় কানায়
বুকের ভিতর ঢেউ ওঠে,
বৃষ্টি ভেজা দৃষ্টি তলে
অবুঝ প্রেমের পদ্ম ফোটে।

ভাসো যখন অথই প্রেমে
আমার হৃদয় যায় ভরে,
পত্র আসে নীল খামে
ভালোবাসার ডাক ঘরে।

চিঠির ভাঁজে শুকনো গোলাপ
দিঠির পরে চুমো খায়,
খামের ভিতর নকশী রুমাল
মনের কথা বলে যায়।

এমন মধুর ভালোবাসায়
শরীরে ডাকে সুখের বান,
তোমার প্রেমের পরশ পেয়ে
শীতল হয় যে তপ্ত প্রাণ।

৮-১১-২০১৬