চোখের সামনে সদা ভাসে একটি মুখের ছবি
কপালে তার লাল টিপ যেন অস্তগামী রবি।
মুখের পরে লেগে থাকে সদা মিষ্টি হাসি
এই হাসিটা আমরা সবাই কত ভালোবাসি।
কোমল অঙ্গে শ্যামল জামা লেগে আছে আঁটসাট
হাওয়ায় দুলে আঁচলখানি যেন সবুজ মাঠ।
কব্জি মাঝে কাঁচের চুরি কানে সোনার দুল
গলায় তাহার সাতনড়ি হার নাকে তারার ফুল।
শ্যাম্পু করা সিল্কমশৃণ পিঠ ছাপানো চুল
হাওয়ায় ঊড়ে সুবাস ছড়ায় যেন গোলাপ ফুল।
চুলগুলো তার কাজল কালো কালো হরিণ চোখ
একটিুখানি কষ্ট পেলেই কেঁদে ভাসায় বুক।
পদ্মদীঘির কাজল জলে চোখ করে টলমল
পদ্মফুলের পাঁপড়ি ছুঁয়ে গড়ায় নোনা জল।
হাসিতে যার মুক্তো ঝরে কাঁদলে ঝরে বৃষ্টি
তাইতো বলে নারী নাকি বিধাতার এক রহস্যময় সৃষ্টি।
এমন সুন্দর রূপ যে কোথাও কেউ দেখেনি আগে
যেন সদ্য ফুটা কুসুম কলি হৃদয় কুসুম বাগে।
সেই মুখেরই ছবি আঁকি সকালসন্ধ্যা বেলা
রাতদুপুরে তাকে নিয়ে ভাসাই সুখের ভেলা।
মনের সাথে মনের মাঝে সাঙ্গ করি খেলা
জেগে দেখি ভোরের আলো গড়িয়েছে বেলা।
কল্পনাতেই দেখি তারে আল্পনাতে আঁকি
জীবন খাতার শুন্য পাতা রইল সবই বাকি।
এই হাসি-রূপ তাহার মাঝে থাকুক জনম ভরে
দীর্ঘজীবী করুক তারে যাঁচি খোদার তরে।