ফেব্রুয়ারির একুশ তারিখ অগ্নিঝরা দিন
ভাইয়ের রক্তে সিক্ত হলো বাংলার জমিন।
মায়ের মুখের বাংলা ভাষার রাখতে গিয়ে মান
হাসিমুখে দিল তারা আত্ম বলিদান।
অহংকারের একুশ এলো লাল পলাশের ডালে
সবুজ জমিন রাঙা হলো ভাইয়ের রক্ত লালে।
একুশ এলো রক্তে ভেজা শহিদ বেদী মূলে
সাজলো বেদী সারি সারি ভালোবাসার ফুলে।
যাদের দানে পেলাম মোদের প্রাণের বাংলা ভাষা
তাদের তরে জানাই আজি গভীর ভালোবাসা।
বর্ণমালায় লিখে দিলাম মনের সকল আশা
রক্তে কেনা বাংলা তাইতো সবার চেয়ে খাসা।
একুশের হাত ধরে একাত্তরে বাংলা স্বাধীন হয়
অগ্নিঝরা একুশের মহিমা ভুলে যাবার নয়।
১৯-২-২০১৭