এই যে তুমি বার বার চলে যাও দূরে
ক’দিন যেতে না যেতেই আবার আসো ফিরে
ফিরে এসে পায়ে পায়ে ঘুরো
আহ্লাদি বিড়ালের মতো
এভাবে যাওয়া আসার কি মানে আছে কোনো?
তুমিতো জানই, আমার ভুলো মন।
চব্বিশ ঘণ্টা তোমাকে মনে রাখা
আমার স্বভাবে ধরে না।
তবে কেন এই ভুলে যাওয়া নিয়ে কথা বলো?
কেন একই বিষয় নিয়ে অভিমান করে চলে যাও?
মাঝে মধ‌্যে ভুলে যাওয়াটা আমার
ব‌্যক্তিগত দোষের ব‌্যাপার।
ব‌্যক্তিগত দোষের ব‌্যাপার নিয়ে প্রতিনিয়ত
মান অভিমান আমার পছন্দ নয়।
এই যে তুমি কারণে অকারণে
ফোস করে জ্বলে ওঠো এক ঘষাতেই
যেমন জ্বলে ওঠে দেয়াশলাইয়ের শুষ্ক কাঠি
এটাওতো তোমার ব‌্যক্তিগত দোষের ব‌্যাপার।
ব‌্যক্তিগত এই দোষের কারণে আমিও জ্বলি
তুমিও জ্বলো।
জ্বলে জ্বলে এক সময় শীতল হও জলের মতো;
ভালোবাসার আর্দ্রতায় সিক্ত হও
শরতের শিশির ভেজা ঘাসের মতো।
মাঝখানে আমাকে পুড়িয়ে দাও
যেমন পুড়ে শীতের শুকনো খড়।
কই, আমিতো চলে যেতে চাইনি কোনদিন?
বরং অপেক্ষায় থাকি,
তোমার ফিরে আসার প্রহর গুণি।

তোমার আমার এই ব‌্যক্তিগত
দোষের ব‌্যাপারগুলি ভুলে
আমরা কি পারি না আরও সহজ হতে;
পারি না কি একে অপরের কাছে থাকতে
নিবিড় পরিচর্যায়?
২৩-২-২০১৭