প্রিয়তি, নন্দিত প্রিয়তি
তুমি বড় ভাগ‌্যবতী
তোমার তরে করেছে নিবেদন
শ‌্যামের মরমী পিরিতি।
প্রিয়তি তোমার জন‌্য হয়েছে ধন‌্য
কাব‌্যপ্রেমী কল্পনার রাজ পুরুষ
তোমার জন‌্যে জনারণ‌্যে
ঊড়িয়েছে স্বপ্নের ফানুস।
আহারে প্রিয়তি লাবণ‌্যের দ‌্যুতি
ছড়ালে এই পোড়া চোখে
নিয়তির পরিহাস প্রিয়তির বাস
অজানা এক ভিন্নলোকে।
আহারে প্রিয়তি প্রাণের আকুতি
বারে বারে ফিরে যায়
বনমালী জাগে নির্জন রাত
প্রিয়তির ভালোবাসার আশায়।

নদীতীরের নির্জনতা ভাঙ্গে
ঢেউয়ের কোলাহলে
নদীর মতোই হৃদয়ের তীরে
ভাঙ্গনের খেলা চলে।
তবুও কবির স্বপ্ন সিথানে
প্রিয়তির মুখ জেগে রয়
নীলজল দীগন্ত পেরিয়ে
প্রিয়তি যদি তার হয়।
প্রিয়তির জন‌্যই জীবন বাজি তার
প্রিয়তির জন‌্য ধরায় আসা
প্রিয়তির জন‌্য রেখে যায় অবশেষে
পুস্পাঞ্জলির সৌরভময় ভালোবাসা।
২০-২-২০১৭