(আসরের সদস্য কবি করিম সরকারের কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে কবিতাটির জন্ম। তাই এই কবিতাটি কবি করিম সরকারকে উৎসর্গ করলাম।)
এই মেয়ে তুই বলতো দেখি
আমার পিছে কেন ঘুরিস?
ঘুরবো না ক্যান, তুই যে আমার বুকের ভিতর
রাত দুপুরে লুকিয়ে থাকিস।
এই মেয়ে তু্ই বলতো কেন
মনে মনে আমায় বকিস?
বকবো না ক্যান, তুই কেন রোজ
আমার হৃদয় চুরি করিস।
এই মেয়ে তু্ই বলতো কেন
আমার পাণে তাকিয়ে থাকিস?
থাকবো না ক্যান, তুই যে সদা
আমার চোখে ভেসে থাকিস।
এই মেয়ে তুই নদী চিনিস
চিনিস নাকি ঢেউয়ের ছন্দ সারি?
চিনবো না ক্যান, দেখ না আমায়
আমিই নদী আমিই উদার নারী।
এই মেয়ে তুই দেখিস নাকি
নদীর বুকে জোয়ার ভাটার ধারা?
দেখবো না ক্যান, আমার বুকেই
সকাল বিকাল পড়ছে যখন সাড়া।
এই মেয়ে তুই জানিস নাকি
মনের একটা রঙ থাকে?
জানবো না ক্যান, আমার মনের আকাশ জুড়ে
তোর মনের রঙের বান ডাকে।
এই মেয়ে তুই বলতো সোজা
আমাকে কি ভালোবাসিস?
বলবো কেন, তুই যদি মোর
ভালোবাসা ফিরিয়ে দিস।
এই মেয়ে তুই বলতো কেন
কার বিরহে ভেজা আঁখি?
পাষাণরে তুই, বুঝিস না ক্যান
চোখ দুটি তোর অন্ধ নাকি?
এই মেয়ে তুই বলতো দেখি
আমার প্রণয় সাথী হবি?
ক্যান হবো না, সারা জীবন
আমায় যদি ভালোবাসবি।
এই মেয়ে তুই শোনবি কথা
আমার বুকে রাখবি মাথা?
সে হবেক্ষণ বিয়ের পরে
পথের মাঝে হচ্ছে যা তা।
এই ছেলে তোর কথা শুনে
আমি যে আজ লাজে মরি
পথ ছেড়ে দে জলদি করে
সাঁঝের আগেই বাড়ি ফিরি।
আর একটু থাক কিসের তাড়া
ভাল্লাগে না তোকে ছাড়া।
মনে পড়লে চিঠি লিখিস
আজ তবে যাই ভালো থাকিস।
৩-১-২০১৭