আমি
সারাটা জীবন
ক্লান্তিহীন যাকে ভালোবেসেছি
যার আগমনের প্রত্যাশায় থেকেছি
আজন্ম লালিত সেই প্রত্যাশার বুকে
সে ঢেলে দিলো অনন্ত যাতনার আগুন।


সে
একটি বারও
ফিরে তাকালো না।
দেখলো না চেয়ে তার
মোহনীয় চোখে আমার বুকে জ্বলা
স্বপ্ন ভঙ্গের জ্বালাময়ী লাভার অন্তহীন স্রোত।


আমার
হৃদয়ের আঙ্গিনা
ভিজতে ভিজতে এখন
বেদনাক্লিষ্ট গভীর ক্ষতের কৃষ্ণগহবর।
অন্ধকারের কিনার হতে দূরে প্রোজ্জ্বল
আলোর রেখায় পড়ে থাকে পাথর চোখ।


অস্পষ্ট
ঝাপসা চোখে
এখন আর কিছুই
দেখি না ভালো করে।
তবে দেখি তার চকিত চাহনিতে
লেগে আছে প্রেমহীন অবজ্ঞার সুস্পষ্ট জলছাপ!
৩০-১-২০১৮