তোমার কণ্ঠে যখন বাজে বসন্তবাউরির গান
আমি তখন কবিতার প্রেমাস্বাদনে ব্যস্ত...


জানালার ফাঁক গলে কামিনীর সুবাস
গায়ে মেখে ঘরে ঢুকে হলুদ জোসনা।
আমার বিছানায় লুটোপুটি খায় পূর্ণিমার চাঁদ...


মাকড়সার জালে আটকে থাকে হৃদয়;
কামার্ত শরীর খোঁজে তৃষ্ণার জল...


হলুদ জোসনা পান করে শরীরের তৃষ্ণা মিটে না।
প্রবঞ্চিত আঁধারে কবিতার ছন্দহীন শীৎকার
বড্ড বিরক্তিকর মনে হয়...


প্রীতিহীন প্রেম চিরতার জলের মতো তেতো...
১৪-৩-২০১৮