প্রতীতিহীন প্রণয় পারে না মেটাতে
হৃদয়ের তৃষ্ণা
অনন্তর বাড়ে
অন্তর্দাহ বিরাগ বেহাগে।

সকাতর ভালোবাসায় যদি না
মিলে স্বতঃস্ফূর্ত সাড়া
যদি না প্রাণের সাথে থাকে
প্রাণের প্রগাঢ় বন্ধন
নিশির শিশিরে টুপটাপ
পরিযায়ী পাখির ঝাপটানো
ডানায় নির্ঝর শব্দের সাথে
ঝরে পড়ে ব্যথাতুর হৃদয়ের
অনিবার অনিঃশেষ ক্রন্দন।

চিত্তবিগলিত এ ক্রন্দন কারো কানে
পশে না। কেবল মিশে যেতে থাকে-
মিশে যেতে থাকে
উদধির উত্তাল ঊর্মিতে...i
২৩-৩-২০১৯