রিক্সাচালক ছগিরালি প্যাডেল চাপে জোরে
শীর্ণ দেহ বল নাই মোটে চাকা নাহি ঘুরে
ছগিরালি হাঁপায়
শক্তি যোগায় পায়
আর পারে না তবু চলে দুপুর রোদে পুড়ে।
খায়নি খাবার সগিরালি সেই সে সকাল হতে
ভূখা পেটে আর পারে না কুলায় না আর রথে
যাত্রী বকে বুড়ো
করবো যে হাড় গুড়ো
টানতে যদি নাহি পারিস নামিস কেন পথে?
১১-৭-২০১৮