গাড়িতে মশা, বাড়িতে মশা, মশা চতুর্পাশে
রাতে শুধু নয়, দিনেও এখন মশায় রক্ত চুষে।
ম্যালেরিয়া ফাইলেরিয়া চিকুনগুনিয়া ডেঙ্গু
অর্থে, স্বাস্থ্যে দিনে দিনে মানুষ হচ্ছে পঙ্গু।
হরেক রকম অসুস্থতা হরেক রকম জ্বর
জনগণের নাভিশ্বাস ঔষধ কোম্পানীর শাপেবর।
ল্যাবের মালিক, অসাধু ডাক্তার আছেন সজাগ বসে
মশায় খেয়ে যেটুক থাকে বাকী রক্ত খায় চুষে।
মেয়াদ উত্তীর্ণ ক্যামিকেলে টেস্ট কি আর হয়
ডাক্তার, ল্যাবে যেতে এখন মনে শুধু ভয়।
ভালো ডাক্তার আছে কিছু সবাই খারাপ নন
অনেকেই আবার ল্যাবের কাছে খায় যে কমিশন।
টাকা দিয়েও মানুষ এখন পায় না সঠিক সেবা
ভেজাল ওষুধ খেয়ে কবে সুস্থ হয়েছে কেবা।


মশার কামড় সয় যে প্রাণে দুর্নীতি যে সয় না
যারা দেখার দেখেও কেন কোন কথা কয় না?
রক্ত চুষে মশার মতো ফুলছে কিছু অমানুষ
অর্থ লোভী অমানুষদের ফিরবে কবে হুশ?
১২-১২-২০১৭