শস্যের শিল্পীরা ধূসর মাটির বুকে ঘাম
ঢেলে আঁকে ফসলের আলপনা।

মূল্যহীন ছবি কেউ কেনে না মাঠের
ছবি মাঠে পড়ে থাকে যেন প্রাণহীন শব।

ভিতরে ভিতরে বাজে করুণ কান্নার কলরব
অতঃপর শিল্পীরা প্রকাশ্যে করে অগ্নি উৎসব।

স্বপ্ন পুড়ে, পুড়ে মাটির বুকেতে লিখা দিনলিপি
মাটিতেই মিশে যায় মৃত্তিকা রঙের কবিতার পাণ্ডুলিপি।
২২-৫-২০১৯