আজ যে রক্ত ঝরছে আরাকানে
তার প্রতিটি ফোটাই স্বাধীনতার বীজ
একদিন এই লোহিত বীজ হতে
স্বাধীনতার সবুজ বৃক্ষ গজাবেই।


আজ যে শিশুরা ক্ষুধার জ্বালায়
নিহত মায়ের স্তন চুষে কাঁদছে
এই শিশুদের হাত ধরে একদিন
স্বপ্নের স্বাধীনতা আসবেই।


হায়রে মানুষ, ইতিহাস থেকে কেন শিখ না
কালের ব্যবধানে মুছে গেছে জালিমের নিশানা।


আজ যারা দেশ ছাড়া গৃহ হারা
যাদের রক্তে বহে নাফের স্রোতধারা
নিপীড়িত বঞ্চিত সেই মানুয়েরা
হারানো অধিকার ফিরে পাবেই।


১৪-৯-২০১৭


ছন্দ: অক্ষরবৃত্ত
পর্ব বিভাজন: মুক্তক
গানের শ্রেণি: আধুনিক গান।