মাহে রমাদান এসেছে দুয়ারে
কে আছ মুসলিম তুমি জাগো,
দিনে সম্ভোগ আহারে বিরত থেকে
স্রষ্টার কৃপা মাগো।

রাতে তারাবী কিয়াম তাহাজ্জুদে
স্রষ্টার কাছে চাও পানাহ,
ক্ষমাশীল তিনি করিবেন ক্ষমা
জীবনের যত গুণাহ।

সিয়াম এসেছে বান্দার তরে
খোদার অসীম রহমত,
তাকওয়ার গুণে গুণান্বিত হবে
পাবে সেহরী ও ইফতারে নেয়ামত।

রোজা কেবল স্রষ্টার জন্য
স্রষ্টা নিজে দিবেন প্রতিদান,
রমজানে তাই বেশি করে কর
দয়াময় রবের গুণগান।

মহিমান্বিত রজনী কদর
তালাশ করিও তারে,
হাজার মাসের ইবাদতের সমান
সম্মান দেয়া হয়েছে যারে।


আল কুরআনও এসেছে প্রথম
এই কদরের রাতে,
বেশি করে পড়ো কুরআন
যেতে চাও যদি জান্নাতের পথে।

ত্যাগের মহিমায় উজ্জ্বল হও
সংযমী হও আচরণে,
সাদাকাতুল ফিতর দানে
হাসি ফুটাও গরীব-দুঃখীর মনে।

রমজানে একটি নফল এবাদত
একটি ফরজের সমান,
খুশি মনে তাই জানাও স্বাগত
এসো হে মাহে রমাদান।