ছগিরালির কথা আবার পড়লো মনে আজ
বৃদ্ধ ছগির, কেউ তারে আর দেয় না কোনো কাজ
ছগিরালি কাঁদে
বিবেকে তার বাধে
জনে জনে ভিক্ষা চাইতে করে যে তার লাজ।
পেটে ক্ষুধা চোখে শরম ছগিরালি কয়
পাতবো না হাত কারো কাছে মরন যদিও হয়
জীবন যুদ্ধে হারবো না
হালটা কভু ছাড়বো না
গরীবের ধন আত্মসম্মান সেটা যেন রয়।
১১-৭-২০১৮