শোকের মাসে বুকের আগুন
দ্বিগুণ বেড়ে জ্বলে
বঙ্গবন্ধু ঘুমিয়ে আছে
দগ্ধ পরান তলে।

ইচ্ছে করে টেনে ছিঁড়ি
নরপিশাচের জিব
ইচ্ছে করে আমি-ই হই
সংগ্রামী শেখ মুজিব।

ইচ্ছে করে হায়েনাদের
মটকিয়ে দেই ঘাড়
পঁচাত্তরের পুনরাবৃত্তির
সাহস না পায় আর।

শোক করে দেয় সাহসিত
জন্ম জয়ী ভ্রুণ
মুজিব হত্যার বদলা নিতে
মাথায় ওঠে খুন।

জাতির পিতা হারনোর শোক
কষ্টে হজম করে
আয় জবাব দেই শেখ মুজিবের
সোনার বাংলা গড়ে।
২৮-৮-২০১৮