দুর্দিন দিচ্ছি পাড়ি সুদিনের আশায়
সুদিন আর নাহি আসে জীবন কেটে যায়।
কত স্বপ্নের জাল বুনি সুদিনের তরে
দুর্দিন থাকেই ঘিরে ভাঙা কুঁড়েঘরে।
বৃষ্টির জলেতে ভিজে লেপ তোষক কাঁথা
কচু পাতায় রাখি ঢেকে চুলহীন মাথা।
ফুটো চালে দেখি যখন জোছনার আলো
মনে হয় তখন এই কুঁড়েঘরই ভালো।
মাটিতে পিঠ রেখে দেখি নীলাকাশ
তারা গুণেই পার করি বছর দিন মাস।
নিজেকে নিজে দেই মিছে প্রবোধ
অনেক ভালো রেখেছেন আল্লাহ মা’বুদ!
চোখ আছে বলেই দেখি মেনোহর ধরা
প্রভুই মোরে করেছেন সৃষ্টির সেরা।
হাজার শোকর জানাই তাই স্রষ্টার তরে
জোছনার রোশনি আসে ভাঙা কুঁড়েঘরে।
আমার থেকে দীনহীন আছে কত জন
তাদের হতে রেখেছেন ভালো প্রভু নিরঞ্জন।
সুখ দুঃখ সব কিছু বিধাতার নিজ করে
রহমতের সুধা দিও প্রভু এ অধমেরে।
৩-৬-২০১৭